নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)।
যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। আবেদনের বয়সসীমা ন্যূনতম ২২ থেকে ৩০ বছর পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন-ভাতা: বেতন ১৭,০৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য নিম্নের ঠিকানায় নির্দিষ্ট যেকোনো একটি তারিখ উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় ও তারিখ, ২৯, ৩০ ও ৩১ জুলাই, ২০১৯ (যেকোনো একদিন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
মৌখিক পরিক্ষার ঠিকানা : হাউস-২২৭, রোড-১২, ব্লক-বি, সেকশন-১২ (এমডিসি স্কুল এর পাশে), মিরপুর, ঢাকা -১২১৬।