কথাবার্তায় আভিজাত্যের লেশ থাকুক আর নাই থাকুক, জীবন-যাপনের সর্বত্র আভিজাত্যের ঝলক যেন ঠিকরে বেরচ্ছে। নিজের আজব কাণ্ডকারখানা আর বেফাঁস কথাবার্তায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্বকে যেমন ‘রঙিন’ করে তুলেছেন, তেমনই রঙিন তাঁর বিলাসবহুল ব্যক্তিগত জীবনও। থাকেন ‘মাত্র’ ৫৮ তলার একটি বাড়িতে। একাধিক বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত হেলিকপ্টার, একাধিক গল্ফ কোর্স, প্রমোদ তরণী, প্রাইভেট জেটও রয়েছে তাঁর ব্যক্তিগত মালিকানায়। শেষ পর্যন্ত হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখতে পারবেন কিনা তা তো ব্যালটবক্সে রায় দেবেন আমেরিকান ভোটাররাই। কিন্তু বিলাস-ব্যসনে এখনই তাঁর প্রতিপক্ষকে গুনে গুনে দশ গোল দিয়েছেন ট্রাম্প। তাঁর ব্যক্তিগত বিমান বোয়িং ৭৫৭ বিশ্বের সবথেকে বিলাসি এবং ব্যয়বহুল বিমানগুলোর মধ্যে অন্যতম। দেখে নিন এই বিলাসবহুল জেটের অন্দরসজ্জা।
কমেন্টসমুহ