‘এই নকল ঠোঁটটা খুলে খাবার খেতে হয়। মেকআপটা তুলতে গেলে বেশ কষ্ট হয়।’
এভিলানের এমন পোস্টের পর টুইটারে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ৪৭ বছরের এই অভিনেত্রীর সহকারী নকল ঠোঁট তুলে ফেলছেন। ঠোঁট ফোলানোর জন্য সিলিকন ব্যবহার করে কৃত্রিম ঠোঁট আনা আজকাল তারকাদের মেকআপের অংশ। সেই নকল ঠোঁট এমনভাবে ঠোঁটের জায়গায় আটকে গিয়েছে, যে তা তুলতে গিয়ে এভিলান যন্ত্রণায় ছটফট করছেন।
এভিলান টুইটারে তার ভক্তদের প্রশ্ন করেন, ‘আপনাকে কী আমার মত লাঞ্চের আগে ঠোঁট তুলে ফেলতে হয়!’ এমন সিলিকন ঠোঁট ব্যবহার করে তিনি দিনে ১২ ঘণ্টা শ্যুটিং করেন। এভিলানের ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নিন-
কমেন্টসমুহ