ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীতঃ
আজকে প্রানে বেচেঁ গেছি। দুপুর ৩.৪৫ হাতিরঝিল এর ফ্লাইওভার থেকে নামার সময় এই নাইলন সুতা আমার গলায় আটকায় এবং অনেকখানি কেটে যায়। জায়গাটা নির্জন ছিলো এবং পাশ থেকে ৪ জন দৌড়ে আমার দিকে আসছিলো। ওরা আমাকে ধরার জন্য আসছিলো ভাবছিলো আমি পরে যাবো।আমি কোনো রকম সুতা ছিড়ে ১০০ স্পিডে পালিয়ে আসছি।. এটা মটর সাইকেল ছিন্তাইয়ের নতুন কৌশল। অতএব সবাই সাবধানে থাকবেন। এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এদের ধরার চেষ্টা করুন।
কমেন্টসমুহ