মারিয়া নূর; চাইলে তাকে বাংলাদেশের ক্রিকেট কন্যা বলে রায় দিয়ে দেয়া যায়। গাজী টিভির ক্রিকেট বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ক্রিকেট এক্সট্রার সঞ্চালক।
এবার তিনি আবারও হাজির হলেন আরেকটি অনুষ্ঠানে। আর এটাও ক্রিকেট বিষয়ক একটি অনুষ্ঠান। তার নাম – ‘ক্রিকেট ক্রিকেট’। মারিয়ার সাথে এই অনুষ্ঠানে ছিলেন তিন ক্রিকেটার – তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও নাসির হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটের তিন তারকার সাথে সেলফি পোস্ট করে মারিয়া লিখেছেন, ‘দারুণ একটা শো করলাম ক্রিকেট দলের তিন সুপার হিরো তাসকিন আহমেদ তাজিম, নাসির হোসেন ও সৌম্য সরকারের সাথে। তারা সবাই খুব মজার মানুষ। অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দুর্দান্ত কেটেছে।’
গত ৩০ জুন রাত ন’টায় মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে এই অনুষ্ঠানের দৃশ্যায়ন হয়। বেসরকারী স্যাটেলাইট চ্যানেলটিতে ঈদের পরদিন রাত ৮টায় প্রচার হবে এটি। প্রযোজনা করেছেন এসএম হুমায়ুন কবির।