প্রতিটি পুরুষ চায় দীর্ঘসময় ধরে মিলন করতে। আর যৌন মিলন দীর্ঘস্থায়ী করার কিছু কার্যকারী টিপস জানা থাকলে তা আরোও সহজ হয়।তবে বিভিন্ন কারণে মানুষের যৌনস্বাস্থ্য এবং যৌন মিলন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর পিছনে অনেক কারন নিহিত থাকে। দেখা যায় দম্পতিই কোনও না কোনও এক সময় এই অভিযোগটা করেন, যে বিয়ের কিছু বছর পরেই পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে যায়। এতে সংসার জীবনে হতাশা নেমে আসে এমন কি অনেক সময় বিবাহ বিচ্ছেদ প্রর্যন্ত হয়ে থাকে। যৌন মিলন দীর্ঘ সময় না হলে বা দুই জনের মধ্যে তৃপ্তি না পেলে একে অপর কে দোষারপ করতে থাকে ফলে সংসার সুখময় হয়না। এর পরিনত হিসাবে পরকিয়ার মত খারাপ কাজে লিপ্ত হয়। তাই যৌন মিলন দীর্ঘস্থায়ী করার কিছু কার্যকারী টিপস জানা থাকলে নিজে অনেক সুখে হবেন।
▪যৌনকাজে নিজেকে অযথা উত্তেজিত হতে দিবেন না, ধৈর্য ধরুন। অধিক উত্তেজিত হলে দীর্ঘক্ষণ সঙ্গম করা সম্ভব নয়।
▪সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার ১-২ মিনিট পর মিলন করার জন্য প্রস্তুতি নিন।
▪আপনে চুম্বন দিয়ে শুরু করুন এবং তা দীর্ঘায়িত করুন। এতে আপরার সঙ্গিনী অধিক উত্তেজিত হবে ফলে আপনার যৌনমিলন সুখময় হবে।
▪মহিলাদের যে সকল জাযগায় স্পর্শ কাতর সেই সকল স্থানে হাত দিতে হবে ।
▪সঙ্গিনীর গায়ে হাত দেয়ার আগে তাকে ভালোবাসুন।
▪কখনোই জোর করে কিছু করবেন না অথবা জোর করে দীর্ঘায়িত করার চেস্টা না করা ।এতে যৌনমিলন দীর্ঘসময় হবে না।
▪সঙ্গীনির পছন্দ অনুযায়ী আসন পরিবর্তন করুন। কারণ আসন পরিবর্তনে মিলনের ইচ্ছা পুনরায় বেড়ে যায় যার কারণে দীর্ঘসময় মিলন করা সম্ভব।
▪একজনের আমন্ত্রনের জন্য অন্যজন বসে থাকবেন না।
▪কারো আগে পরে বীর্যপাত হলে কিংবা শক্ত না হলে সঙ্গীকে দোষারোপ করবেন না। মাঝে মাঝে এরকম হতেই পারে।