এই বিষয়টি খুবই ন্যাচারাল। শুধু প্রেম নয় যেকোনো জিনিসেরই উপযোগ মানুষের কাছে বেশিদিন থাকে না। কোনো খেলানা যেমন শিশুর কাছে বেশিদিন আকর্ষণের হয়ে থাকে না, কোনো জামা যেমন নারীর কাছে বেশিদিন ভালো লাগে না, কোনো মোটর সাইকেল যেমন পুরুষের কাছে বেশিদিন প্রিয় থাকে না তেমনি কোনো প্রেমের সম্পর্কই বেশিদিন আকর্ষণীয় মনে হয় না। কিছুদিন পর তা বোরিং হয়ে যায়। তারপরও খেয়াল করে দেখবেন সম্পর্কের মাঝে এক ধরনের মায়া থাকে। কিছুদিন দুজন দূরে থাকলে সেটি উপলব্ধি করা যায়। তাই প্রতিটি প্রেমের সম্পর্কের মাঝে নতুনত্ব রাখা উচিত তাহলেই সম্পর্কটি আর বোরিং হবে না বরং যত দিন যাবে আরোও বেশি সুমধুর হয়ে উঠবে।
কমেন্টসমুহ