ধর্মীয় অনুশাসন ও রক্ষনশীলতায় দৈনন্দিন পোশাকে পূর্ণতা দেয় হিজাব। তবে ধর্মীয় রীতি ছাড়াই সৌন্দর্য্য রক্ষায় সহায়ক এই হিজাব। ভিনধর্মের কর্মব্যস্ত নারীরা রাস্তার ধুলা, বালি, ধোঁয়া, রোদের তাপ থেকে চুল ও ত্বকের সুরক্ষায় আজকাল ব্যবহার করছেন হিজাব।
পোশাক, পরিবেশ ও রুচি অনুযায়ী হিজাব পরতে বাঁধা নেই ফ্যাশনেও। তবে চটজলদি তৈরি হতে হিজাব পরতে হাতে থাকে কম সময়। কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রে ঘড়িধরে ছুটতে হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আর তাই পিন দিয়ে হিজাব বাঁধাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। সময় একটু বেশি লাগে, পরার সময় সতর্ক থাকতে হয়- তাছাড়া হিজাব ছিড়ে যাওয়ার ভয়টাও তো রয়েছেই।
সব সমস্যার সমাধান এক চুটকিতেই করে দিতে পারে পিন ছাড়া হিজাব। তাও এক রকম নয়, কয়েকটি উপায়ে পিন ছাড়াই হিজাব পরার জন্য দেখুন এই ভিডিওটি-
কমেন্টসমুহ