হলিউড দুনিয়ার খোঁজ খবর যারা রাখেন, তাদের কম বেশী সবাই ডেমি মোরকে জানেন, যে এক সময় হলিউড ভুবনের সবচেয়ে হটেস্ট সেলিব্রেটিদের একজন ছিলেন। কিন্তু এখন তার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে, জৌলুসে পড়েছে ভাটা। কিন্তু একি! ডেমি মোরের চেহারায় হলি দুনিয়ায় আরেকজনের আবির্ভাব!
হ্যাঁ, ঠিকই ধরেছেন। রুমার উইলিয়ামসের কথাই হচ্ছিলো। হুবুহু দেখতে ডেমি মোরের মতো। তাহলে কি তারা যমজ বোন! না, তাদের মধ্যকার সম্পর্ক মা আর মেয়ের। ৫২ বছর বয়সী ডেমি মোরের কন্যা হন ২৬ বছর বয়সী রুমার উইলিয়ামস। দেখতে একেবারে মায়ের মতো। একসাথে দুজন কোথাও গেলে কেউ ঠাওর করে উঠতে পারে না কোনটা মা আর কোনটা মেয়ে। সবাই নাকি তাদের যমজ বোন ভাবে।
সম্প্রতি টুইটারে নিজের মেয়ে রুমা উইলিয়ামসের সাথে একটি ছবি পোস্ট করেছেন মোর। দু’জনের পরিধানেই ছিলো একই ধরণের পোশাক। টুইটার থেকে মা-মেয়ের এই ছবি বিভিন্ন মাধ্যম শেয়ার দিয়ে অনেকেই মজা করে ক্যাপশন দিয়েছে, ‘বলেনতো কোনটা ৫২ বছর বয়সী মোর, আর কোনটা ২৬ বছর বয়সী রুমা উইলিস?’