এখনকার ছেলেমেয়েদের প্রেমের প্রস্তাব কীভাবে দিতে হয় তা শিখিয়ে দিতে হয় না। তারা নিজেরাই এই বিষয়ে অনেক পারদর্শী। আপনি মনে হয় তাদের দলে না। যাইহোক, একটা বিষয় জেনে রাখবেন সবসময় আপনি যত স্মার্টলি প্রস্তাবটি দিবেন তত সম্ভাবনা থাকে ইতিবাচক সাড়া পাওয়ার। এক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন।
পদ্ধতি :
– স্ট্রেট ফরওয়ার্ড পদ্ধতি অবলম্বন করুন। কোনো ভনিতা না করে সরাসরি বলুন আপনার ভালোলাগার বিষয়টি।
– আবেগকে কাজে লাগান। তাকে কিছুটা ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিষয়টি জানাতে পারেন।
– রসিকতা করেও বিষয়টি জানাতে পারেন। এতে করে একটা সুবিধা আছে সেটা হল অপরপক্ষ থেকে নেতিবাচক সাড়া এলেও আপনি মোড় ঘুরিয়ে নিতে পারবেন।
– আপনার ভালোবাসার কথাটি যুক্তির সাথে উপস্থাপন করুন।
– বস্তববাদী দৃষ্টিকোণ থেকে ভালোবাসার কথাটি জানান। সরাসরি বিয়ের প্রস্তাব দিন।
– কিছুটা রোমান্টিকভাবে অর্থাৎ গানে গানে বা কবিতায় ভালোবাসার কথাটি জানাতে পারেন।