অনেক নারী বিয়ের পর তাদের ক্যারিয়ারের বদলে মনোযোগ দেন সংসারে। প্রচলিত ধারণায় প্রায়ই এই কথাটা শোনা যায় যে, গৃহিণীরা তেমন কোন কাজ করেন না। আমরা নিজেরাও নিজের পরিচয়ে বলি, “আমি তো কিছু করি না”! অথচ খেয়াল করে দেখুন, সংসার গুছিয়ে রাখা, বাচ্চাদের স্কুলে পাঠানো, খাবার তৈরি, পরিবারের বয়স্কদের খেয়াল রাখা সহ আরো অনেক কাজের চাপে নিজের জন্যই হয়ত ১ মিনিট সময় হয় না আপনার। পরিবারের কর্মজীবী সদস্যটি হয়ত ৯টা-৫টা ডিউটি করে ফিরে এসে টিভি দেখছেন বা অন্যভাবে নিজেকে সময় দিতে পারছেন। কিন্তু আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ করেই চলেছেন।
নিজেকে নিজেরই খুঁজে নিতে হবে। আপনার অভ্যাসই হয়ত আপনার ব্যক্তিত্বকে অন্যের সামনে ছোট করছে, আবার ডেকে আনছে কিছু স্বাস্থ্যঝুকিও। নিজেকে ব্যক্তিত্বসম্পন্ন নারী হিসেবে দাঁড় করাতে আজই ত্যাগ করুন এই বদভ্যাস গুলো।
১। বাসি খাবার খাওয়া-
আপনি হয়ত রাঁধতে ভালোবাসেন। দৈনন্দিন রান্নার সাথে এমন কিছু রান্না করে ফেলুন যা বিক্রয়যোগ্য। যেমন: আচার, ড্রাই ফুড, পেস্ট্রি। আবার হয়ত টুকটাক হাতের কাজ জানেন আপনি। পোশাকে নকশা করুন, ঘর সাজানোর জিনিস তৈরি করুন। এখন অনলাইনেই বিভিন্নরকম ব্যাবসার সুযোগ রয়েছে ঘরে বসে। নিজের হাতখরচটা অন্তত নিজে আয় করুন। সবার চোখে বেড়ে যাবে আপনার সম্মান। আত্মবিশ্বাসও বাড়বে বহুগুণে।