শাড়ি আর গয়না এই দুই জিনিস ছাড়া নারী যেন অসম্পূর্ণ। গয়নায় নিজেকে সাজাতে কে না ভালোবাসে বলুন। উৎসব হোক আর সাধারণ দিন হোক নারীর গয়না চাই-ই চাই। ফ্যাশনে পরিবর্তন এসেছে। তার সাথে গয়নার ধরনেরও পরিবর্তন এসেছে। স্বর্ণ আর রুপার যায়গা এখন দখল করে নিচ্ছে মেটাল, পুতি এমনকি সুতার তৈরি গয়না। কেমন হয় যদি অল্পকিছু উপকরনে নিজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন সুন্দর একটি নেকলেস। নিজের বানানো গয়না পরতে নিশ্চয়ই একটু বেশিই ভালো লাগবে আপনার! জেনে নিন তবে কিভাবে নিজেই নেকলেস বানাতে পারেন।
যা যা লাগবেঃ
- দুই ইঞ্চি মোটা চেইন ৩০ ইঞ্চি (শেকল এর মত)
- দেড় ইঞ্চি মোটা চেইন ২৪ ইঞ্চি।
- স্টোন বসানো চেইন ১০ ইঞ্চি।
- রেশমি সুতা।
- সুই।
- চিকন সুতা।
যাভাবে বানাবেনঃ
নেকলেস বানানোর পুরো কাজটিকে দুই ভাগে ভাগ করে নিন।
প্রথম ধাপঃ (মূল কাজ)
- – দুই ইঞ্চি মোটা চেইন কে সমান দুই ভাগে ভাগ করে নিন।
- – এবার একটি চেইনের নিচে আরেকটি চেইন ভালো করে সেলাই করে লাগিয়ে দিন।
- – দেড় ইঞ্চির চেইন কে দুই ভাগে ভাগ করুন।
- – আগের চেইনের নিচে আগের নিয়মে সেলাই করে লাগিয়ে ফেলুন। (মনে রাখবেন উপরের দুই ইঞ্চি মোটা চেনের দুই পাশে যেন সমান যায়গা খালি থাকে)
- – এবার তার নিচে স্টোনের চেইন সেলাই করে লাগিয়ে নিন।
ব্যাস প্রথম ধাপের কাজ শেষ।
দ্বিতীয় ধাপঃ
- – এবার রেশমি সুতা কে সমান মাপে কেটে তিন ভাগ করে বেনি করে নিন।
- – বেনীর দুই প্রান্ত বড় চেনের দুই প্রান্তে ভালো করে সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিন।
- – বেনির মাঝ বরাবর একটি বড় পুতিতে বেনী ইউ শেপে ঢুকিয়ে দিন।
- – ঢুকানো হলে একগুচ্ছ রেশমি সুতো ইউ শেপের বেনীর সাথে বেঁধে দিন। (এটি নেকলেস ছোট বড় করার কাজে সাহায্য করবে)
দেখলেন তো কত সহজে হয়ে গেল মনোমুগ্ধকর একটি নেকলেস! এবার যে কোন অনুষ্ঠানে, যে কোন পোশাকের সাথে পরতে পারেন নিজের বানানো নেকলেস।
রেফারেন্সঃ Jewelry making center, pandahall.com