বাবা-মা’র ভালোবাসার গভীরতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। সন্তানকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সন্তানের সঙ্গে পিতা-মাতার সম্পর্ক একদমই অকৃত্রিম।
তবে বাবা-মার ভালোবাসার ধরণে কিছুটা পার্থক্য রয়েছে। ছোটবেলায় প্রায় প্রত্যেক শিশুকেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে, তোমাকে কে বেশি ভালোবাসে? বাবা নাকি মা?
সত্যিটা হচ্ছে দুজনই সন্তানকে ভালোবাসেন, তবে তাদের ভালোবাসার ধরনে রয়েছে ভিন্নতা। দেখুন ছবিতে বাবা ও মায়ের ভালোবাসার পার্থক্য
ঘুমানোর সময়
সকালের নাস্তার সময়
মর্নিং ওয়াকের সময়
সবাই মিলে আড্ডার সময়
সাইকেল শেখার সময়
চিড়িয়াখানায়
লাঞ্চের সময়
খেলার সময়
কম্পিউটার চালানোর সময়
ঘরের বাহিরে
ছুটির দিনে
মন্তব্য নিষ্প্রয়োজন
যেমন খুশি তেমন সাজো
শপিং এর সময়
বাইরে হাটার সময়
কমেন্টসমুহ