বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালীন ‘মাইক্রোসফট লুমিয়া বাংলাদেশ’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সেলফি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য টাইগারদের জয়ের ধারা অটুট রাখতে হ্যাশট্যাগসহ ‘চিয়ার্স ফর টাইগার’ (#cheerfortiger) লিখে সেলফি পোস্ট করার জন্যে আহবান করা হয়।
প্রতিযোগিতায় সেলফি দেওয়ার শেষ সময় ছিল ২৫ জুন অবধি। পুরস্কার হিসেবে ছিল একটি নতুন লুমিয়া সেট এবং বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদ তাজিমের সাথে ইফতারি করার সুবর্ণ সুযোগ। ১৮ দিনব্যপী চলা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইরোলিকা সুলতানা রুপু।
তিনি পেয়েছেন নতুন একটি লুমিয়া সেট এবং ইফতার করেছেন তাসকিনের সাথে। ইফতারি শেষে তারা একসঙ্গে ক্যামেরাবন্দী হন। তাসকিন এবং মাইক্রোসফট লুমিয়ার অফিশিয়াল পেজেও তাদের ছবি পোস্ট করা হয় ভক্তদের জন্য।
কমেন্টসমুহ