একদিনেই আপনি হঠাৎ করে স্মার্ট বনে যেতে পারবেন না। কিন্তু কিছু অভ্যাস নিয়মিত পালন করলে ধীরে ধীরে আপনাকে স্মার্ট হয়ে উঠতে সহায়তা করবে। এ লেখায় থাকছে তেমন ২৪টি অভ্যাস।
১. প্রতিদিন নতুন ১০টি আইডিয়া তৈরি করুন। এর কিছু না কিছু অবশ্যই কাজে লাগবে।
২. আপনার মনে জাগ্রত হওয়া প্রশ্নের উত্তর খুঁজুন।
৩. সর্বক্ষেত্রে কুশলী হোন।
৪. একটি বইয়ের কমপক্ষে একটি অধ্যায় পড়ুন।
৫. টিভি দেখার বদলে শিক্ষামূলক ভিডিও দেখুন।
৬. কিছুক্ষণ সংবাদপত্র পড়ুন।
৭. আপনার সবচেয়ে প্রিয় উৎস থেকে জ্ঞান অর্জন করুন।
৮. অন্য মানুষদের সঙ্গে যা শিখলেন তা বিনিময় করুন।
৯. যেসব বিষয় শিখলেন তা প্রতিনিয়ত বাস্তবে প্রয়োগ করুন।
১০. আপনি যেসব কাজ সফলভাবে সম্পন্ন করেছেন তার একটি তালিকা করুন।
১১. আপনার যেসব কাজ করা বাদ দেওয়া উচিত তার একটি তালিকা করুন।
১২. যেসব কাজ শিখেছেন তার একটি তালিকা করুন।
১৩. নিজের মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখুন।
১৪. অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করুন।
১৫. আগ্রহ উদ্দীপক কারো সঙ্গে আলোচনা করুন।
১৬. অনলাইনে আগ্রহ উদ্দীপক তথ্য পাওয়া যায় এমন স্থানে যাতায়াত করুন।
১৭. স্মার্ট গেমস খেলুন।
১৮. প্রতিদিন একটি করে শব্দের অর্থ ভালোভাবে শিখুন। এ ধরনের অ্যাপও পাওয়া যায়।
১৯. কোনো ভয়ের কাজ করুন।
২০. নতুন স্থানে ভ্রমণ করুন।
২১. আপনার তুলনায় স্মার্ট মানুষের সঙ্গে মিশুন।
২২. কোনো কাজ না করার জন্য কিছু সময় নির্ধারণ করুন।
২৩. সৃজনশীল কোনো শখ পালন করুন। দৈনিক এ কাজ করুন।
২৪. শারীরিক অনুশীলন করুন এবং স্বাস্থ্যকর খাবার খান।