রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী। সৌন্দর্যচর্চা কেন্দ্র কিউবেলার স্বত্বাধিকারী। তাঁর মেয়ে নাজোরা আরমান। শিগগিরই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসে অপরাধবিজ্ঞান বিষয়ে পড়তে যাবেন। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় রং
ফারজানা মুন্নী: সাদা-কালো।
মেয়ে: গোলাপি ও টিল (সবুজের একটি বিশেষ শেড)।
২. কোন ধরনের পোশাক প্রিয়?
ফারজানা মুন্নী: শাড়ি।
মেয়ে: পাশ্চাত্য ঢঙের পোশাক।
৩. কার লেখা ভালো লাগে?
ফারজানা মুন্নী: হুমায়ূন আহমেদ।
মেয়ে: যুক্তরাষ্ট্রের খালিদ হোসেইনি।
৪. প্রিয় ঋতু…
ফারজানা মুন্নী: শীত।
মেয়ে: শীত।
৫. পছন্দের সংগীতশিল্পী…
ফারজানা মুন্নী: বাংলাদেশের কৌশিক হোসেন তাপস।
মেয়ে: ব্রুনো মার্স।
৬. প্রিয় সিনেমা…
ফারজানা মুন্নী: প্রিটি উইম্যান।
মেয়ে: দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস।
৭. বেড়াতে ভালো লেগেছে এমন জায়গা…
ফারজানা মুন্নী: নিউইয়র্ক।
মেয়ে: বার্সেলোনা।
৮. কোন ধরনের খাবার পছন্দ?
ফারজানা মুন্নী: ভাত ও যেকোনো ভর্তা।
মেয়ে: ম্যাক্সিকান-জাতীয় খাবার।