সিলেটে রায়হান হত্যার প্রধান আসামি সাময়িক বরখাস্ত এসআই আকবরকে আজ আদালতে তোলা হবে। হতে পারে রিমান্ড আবেদন।
এরআগে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল সিলেটের কানাইঘাট সীমান্তে আকবর আটকের পর, পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। পরে তাকে কানাইঘাট থানা থেকে নেয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে।
এ সময় পুলিশ সুপার দাবি করেন, সীমান্ত দিয়ে আকবর পালাতে পারে এমন খবরে অভিযান চালানো হয়। আকবরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নিহত রায়হানের পরিবার।
কমেন্টসমুহ