আমার বয়স ১৭ বছর। ছোটবেলায় আমি বেশ ফর্সা ছিলাম। মুখমণ্ডল বাদে আমার শরীরের অন্যান্য অংশ এখনও ফর্সা। মুখটা একেবারে কালো। কী করতে পারি? অনুগ্রহ করে বলুন।
পরামর্শঃ
গায়ের এবং মুখের ত্বক সম্পূর্ণ আলাদা, এতে চিন্তার কিছু নাই। প্রায় সবাই এই সমস্যার ভুক্তভোগী । কারও কথায় নাইট ক্রিম জাতীয় ক্ষতিকর কিছু ব্যবহার করতে যাবেন না। প্রিয় এই ওয়েবসাইট এ অনেক ভাল ভাল রুপচর্চার টিপস দেয়া থাকে। পছন্দমত একটা বেছে নিয়ে ফলো করতে পারেন।
কমেন্টসমুহ