অল্প বয়সে চুল পাকা প্রতিরোধের জন্য নারকেল তেল আর লেবুর রস কতটা কার্যকর?
পরামর্শঃ অল্প বয়সে চুল পাকা প্রতিরোধে নারকেল তেল এবং লেবুর রসের স্বতন্ত্র ভুমিকা না থাকলেও কিছু উপাদানের সহযোগে এসব ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যেমনঃ আমলকী ভেজানো পানির সঙ্গে আমলকী বাটা, হেনা পাউডার, লেবুর রস, সামান্য কফি, ডিম নারকেল তেল মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন। এছাড়াও নারকেল তেলের সঙ্গে হরতকীর গুঁড়া, মেহেদী পাতা বাটা মিশিয়ে, মিশ্রণটিকে ফুটিয়ে, ঠাণ্ডা করে ব্যবহার করলে উপকৃত হবেন।
কমেন্টসমুহ