আমি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানতে চাই। এ নামাজ কত রাকাত? সুন্নত নাকি নফল? নামাজ পড়ার নিয়ম কী? এসব সম্পর্কে দয়া করে বলবেন।
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন: মো হাছিবুল হোসেন আসিফ
বিশেষজ্ঞের উত্তর: তাহাজ্জুদের নামাজ পড়া নফল। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো এই তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে দুই রাকাআত পড়তে হয়। এ নামাজ বারো রাকাআত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। তবে নফল নামাজ আরও অনেক বেশি পড়া যায়। শুকরিয়া
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ও
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।
কমেন্টসমুহ