পাঠকের প্রশ্ন: কোরআন বা হাদিসে এমন কোনো আমল আছে কী যা করলে খারাপ বা ভয়াবহ স্বপ্ন দেখা থেকে মুক্তি পাওয়া যাবে?
বিশেষজ্ঞের উত্তর: আপনি ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবেন। সুরা ইখলাস, ফালাক, নাছ ইত্যাদি পাঠ করবেন। ইস্তেগফার ও রাসুল স. এর ওপর দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আশা করি খারাপ স্বপ্ন দেখবেন না। শুকরিয়া
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ও
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।
কমেন্টসমুহ