ফেসবুকের মেসেঞ্জার চ্যাট প্ল্যাটফর্মে ক্যান্ডি ক্রাশের মতো জনপ্রিয় গেমগুলোকে যুক্ত করার পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। মেসেঞ্জারকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই পরিকল্পনা করছে ফেসবুক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মেসেঞ্জার প্ল্যাটফর্মে গেম যুক্ত করতে ইতিমধ্যে থার্ড পার্টির গেম নির্মাতাদের সঙ্গে আলোচনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।
বর্তমানে ৬০ কোটি ব্যবহারকারী ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করছেন। তাঁদের মেসেঞ্জার প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখতে এবং মজার অভিজ্ঞতা দিতে মেসেঞ্জার থেকেই গেম খেলার সুযোগ দেবে ফেসবুক।
কমেন্টসমুহ