তাইওয়ানের মোবাইল মোবাইল নির্মাতা সংস্থা এইচটিসি এবার ভারতেই হ্যান্ডসেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার প্রেসিডেন্ট, গ্লোবাল সেলস চ্যাঙ চিয়ালিন জানিয়েছেন, ‘ভারতে আমাদের হ্যান্ডসেট বিক্রি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আগের অর্থ বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ভারতে আমাদের বিক্রি ১৫০ শতাংশ বেড়েছে। সেই কারণেই আমরা কোনও স্থানীয় সহযোগীর সঙ্গে ভারতে হ্যান্ডসেট অ্যাসেম্বলিং করার সিদ্ধান্ত নিয়েছি। ’ বর্তমানে এইচটিসির তাইওয়ান এবং চীনে হ্যান্ডসেট নির্মাণের কারখানা রয়েছে। চিয়ালিন জানিয়েছেন, ভারতে তাদের প্রস্তাবিত কারখানায় মোট বিক্রির ১০ শতাংশ মতো প্রাথমিক ভাবে উৎপাদন করা হবে। মূলত , তৈরি করা হবে মাঝারি দামের ফোন।
কমেন্টসমুহ