বাজারে আসার এখনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে এরই মধ্যে আইফোনের নতুন মডেলের বেশ কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। প্রাথমিকভাবে প্রকাশিত ছবি দেখে ধারণা করা হচ্ছে, বাহ্যিক খুব বেশি পরিবর্তন থাকছে না নতুন আইফোনের মডেলে। তবে নতুন একাধিক সুবিধা হালনাগাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রুপালি রঙের ধাতব খাপের অ্যাপল কম্পিউটারের পণ্য নিয়ে নানা ধরনের ছবি প্রকাশ করেছে নাইন টু ফাইভ ম্যাক নামের একটি ওয়েবসাইট। এ সাইটে অনেকটা নিয়মিতভাবেই অ্যাপলের বিভিন্ন পণ্যের ছবি কিংবা তথ্য প্রকাশিত হয়। যদিও বিষয়টি গুজব হিসেবে চিহ্নিত করা হয় তবে এ সাইটের একাধিক পণ্যেরই সত্যতা পরবর্তী সময়ে পাওয়া গেছে।
নতুন আইফোনের খাপ দেখে ধারণা করা হচ্ছে, আইফোন ৬-এর মতোই অনেকটা দেখতে হবে নতুন আইফোন। আকারে পরিবর্তন আসবে কি না—এ বিষয়ে কিছু জানা না গেলেও ক্যামেরার বিষয়টি আরও উন্নত হচ্ছে বলে জানা গেছে। নাম আইফোন ৬এস এবং ৬এস প্লাস অথবা আইফোন ৭ যাই হোক না কেন, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই গ্রাহকেরা প্রি-অর্ডার করতে পারবেন বলে জানা গেছে।
অনলাইনে নতুন আইফোনের ছবি

কমেন্টসমুহ