পায়ের দুর্গন্ধ হওয়ার সমস্যা খুবই বিব্রতকর একটি সমস্যা। যিনি এই সমস্যায় আক্রান্ত তিনি এবং তার আশেপাশের মানুষ সকলেই বেশি বিব্রতবোধ করতে থাকেন। বিশেষ করে গরমকাল ও বর্ষাকালে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করে। কারণ গরমে ঘেমে এবং বর্ষার পানিতে পা অতিরিক্ত ভিজে থাকার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে এই সমস্যার খুবই সহজ কিছু ঘরোয়া সমাধান রয়েছে। চলুন তাহলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে জেনে নেয়া যাক পায়ের দুর্গন্ধ দূর করার কার্যকরী ২ টি উপায়।
১) রঙ চায়ে পায়ের দুর্গন্ধের সমাধান
খুবই সাঘারন এবং স্বল্প খরচের দারুণ কৌশলটি হচ্ছে রঙ চায়ের ব্যবহার। চায়ের ট্যানিক অ্যাসিড আমাদের ঘামগ্রন্থি সঠিকভাবে নিয়ন্ত্রণে সহায়তা করে।
যা যা লাগবে
– ৫ চা চামচ চা পাতা
– ৪ কাপ পানি
পদ্ধতি
- – ৪ কাপ পানি ভালো করে ফুটিয়ে এতে চা পাতা দিয়ে দিন। এরপর নামিয়ে ১০ মিনিট এভাবেই রেখে দিন।
- – পা ডুবিয়ে রাখার মতো ঠাণ্ডা হলে একটি গামলাতে ঢেলে তাতে পা ধুয়ে নিয়ে ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পা ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে মুছে ফেলুন।
- – প্রতিদিন ১ বার এই পদ্ধতিটি ব্যবহার করুন। খুব দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন।
২) বেকিং সোডা ও লেবুর ব্যবহার
পায়ের দুর্গন্ধ দূর করার জাদুকরী সমাধান হচ্ছে বেকিং সোডা এবং লেবুর ব্যবহার। কারণ বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পায়ের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে এবং লেবুর অ্যাস্ট্রিজেন্ট পায়ের দুর্গন্ধ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে তাজা একটি সুঘ্রাণ এনে দেয়।
যা যা লাগবে
– ১/৪ কাপ বেকিং সোডা
– ৮ কাপ কুসুম গরম পানি
– ১ টি গোটা লেবুর রস
পদ্ধতি
- – একটি বড় গামলায় পানি নিয়ে এতে বেকিং সোডা ভালো করে মিশিয়ে লেবুর রস চিপে দিন।
- – এই পানিতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর পা ভালো করে ধুয়ে মুছে নিন।
- – প্রতিদিন এই পদ্ধতিটি ব্যবহার করুন যতদিন সমস্যা একেবারে দূর না হয়ে যায়।